বরিশালে বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের নিয়ে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
"ক্রীড়া শক্তি, ক্রীড়া বল "এই স্লোগানকে সামনে রেখে তরুণ সংঘ বরিশাল এর উদ্দ্যাগে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মাঠে ২২শে ডিসেম্বর শুক্রবার এই খেলার আয়োজন করা হয়।বরিশাল বিভাগের সর্বমোট ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন দল অংশ নেয়।
আয়োজক কমিটির সভাপতি পারভেজ সিকদার বলেন, বরিশাল বিভাগে আমরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।বিগত বছরেও এই আয়োজন কারণ করা হয়।যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।
কমিটির সদস্য তৌসিফ খান বলেন,স্বেচ্ছাসেবী হিসেবে যারা মাঠ পর্যায়ে সকলের সাথে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে সম্প্রীতির এই খেলার উদ্দেশ্য কেননা দিন শেষে সবাই আমরা স্বেচ্ছাসেবক।
সকাল ৮ টা থেকে টূর্নামেন্ট শুরু হয়, প্রতি ম্যাচ ৮ ওভার করে সর্বমোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করে পুলিশ সদস্য আবু নাইম।
উক্ত টূর্নামেন্ট ফাইনালে যুব রেড ক্রিসেন্ট বরিশাল শাখা বনাম সাহায্যের ঠিকানা ব্লাড ডোনার সোসাইটি সংগঠন মুখোমুখি হয়,খেলাটি অত্যন্ত চরম প্রতিদ্বন্দিতা ছড়ায়,উক্ত ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল যুব রেড ক্রিসেন্ট সংগঠন।
পুরো টুর্নামেন্টে ব্যাটিং ও বোলিংয়ে অলরাউন্ড পার্ফম করে ম্যান অফ দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হয় অমিত।খেলা শেষে সকল খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করা হয়।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসাইন শাখা ব্যবস্হাপক পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বরিশাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ কিচেন এন্ড ক্যাটারিং সার্ভিস এর স্বত্বাধিকারী সৈয়দ মাহফুজ হাসান। এছাড়া বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।