
পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনের লক্ষে; ‘ইউএনও’ বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ
খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চক-বিষ্ণুপুর খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত করায় অত্র এলাকার চাষীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক লোক গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন।
সোমবার (১৮) ডিসেম্বর দুপুরে উক্ত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী, অভিযোগে উল্লেখ করেছেন চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর, সাহাপাড়া, হাশিমপুর ও দেবদুয়ারের কোলঘেশা বিলান জমিতে ধান,গম,শাক-সবজীসহ অন্যান্য খাদ্যশস্য ফলানোর পাশাপাশি প্রায় ৫ হাজার বিঘা জমিতে মৎস্য চাষ করে থাকেন অত্র এলাকার চাষীবৃন্দ। এদিকে উক্ত এলাকার সকল পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম চক-বিষ্ণুপুর নামক খালটি।
এমতাবস্থায়, অত্র খালটি’তে দেবদুয়ার গ্রামের একুব্বর গাইন এর ছেলে মোঃ সাবুদ্দীন গাইন বাঁধ দিয়ে পানির স্বাভাবিক গতিধারা রোধ করে সম্পূর্ণ বে-আইনি ভাবে মৎস্য চাষ করছেন। ফলে বিশাল এলাকার চাষীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়াও বৃষ্টির মৌসুমে অত্র খালটি’তে বাঁধ দিয়ে সাহাবুদ্দী গাইন মৎস্য চাষ করায় বৃষ্টির পানি সরানোর অন্য কোনো মাধ্যম না থাকায় উল্লেখিত এলাকাটি বছরের বর্ষা মৌসুমের বেশির ভাগ সময় প্লাবিত থাকে। আরো উল্লেখ করেন, এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ সাবুদ্দীন’কে ইতিমধ্যে একাধিকবার বলার পরও কোন প্রকার ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে থাকেন। এজন্য উপরে উল্লেখিত বিষয়ে সুস্থ সমাধানের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন অত্র এলাকাবাসী।
এবিষয়ে চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, ইউএনও সাহেবের কাছে দাবী জানাই, জনস্বার্থে খালটি উন্মুক্ত রাখার জন্য।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য অলরেডি এসিল্যান্ড’কে বলে দেওয়া হয়েছে।










