
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা আসাদুল্লাহ শিকদার বয়স (১১) পিতা আলমঙ্গীর শিকদার মায়ের নাম মুকুল (মিনারা) তার পরনে পাঞ্জাবী ছিল আকাশি কালার, পায়ে বারমিস জুতা, বিগত ১০,১২,২০২৩, ইং তারিখে নিজ বাড়ি থেকে মৌলভীরহাট কাসেমুল উলুম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায় আসাদুল্লাহর বাড়ি থেকে এক সপ্তাহ পরে আসাদুল্লাহ এর মাদ্রাসায় আসাদুল্লাহকে দেখতে যায় মাদ্রাসায় গিয়ে তারা জানতে পারে আসাদুল্লাহ মাদ্রাসায় যায়নি ৷
অনেক খোজাখুজির পরেও তার কোন খোজ মেলেনি, তাই আসাদুল্লাহ এর পরিবার কোন উপায় না পেয়ে হিজলা থানায় একটি সাধারণ ডায়রী করেন আজ ১০ দিন হলো ছেলেটি হারিয়ে গিয়েছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে ০১৯৪৮৫১৪৬৭৪ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।