মামুন হাসান ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহের ভালুকায় রবিবার মধ্যরাতে বনবিভাগের রোপনকৃত ১০০০ চারাগাছ কর্তন করা হয়েছে। ঘটনার সময় লাল মাহমুদ নামে একজন কে আটক করেছে বনবিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরা রেঞ্জের অধীনে আঙ্গারগাড়া বিটের চাঁনপুর মৌজার ৩১ দাগে গেজেটভুক্ত বনভূমি বেআইনিভাবে দখলের উদ্দেশ্যে বনবিভাগের রোপনকৃত উডলট বাগানের ১০০০ চারাগাছ কর্তন করা হয়েছে স্থানীয় বনদস্যু মুন্না মিয়ার নির্দেশে। চারাগাছ কর্তনের সময় গোপন সংবাদের ভিত্তিতে আঙ্গারগাড়া বিট অফিসার মাজহারুল ইসলামের নেতৃত্বে তার সঙ্গীয় স্টাফসহ গাছ কাটা অবস্থায় লাল মাহমুদ নামে একজন কে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।সাথে দা,কুড়ালসহ গাছ কাটার বিভিন্ন যন্ত্র জব্দ করা হয়েছে।কর্তনকৃত গাছগুলো জব্দ করে স্থানীয় বিট অফিসে আনা হয়েছে।আটককৃত লাল মাহমুদ জানান, আব্দুল হেকিমের ছেলে মুন্নার নির্দেশে বনভূমি দখলের উদ্দেশ্যে এই চারাগুলো কর্তন করা হয়েছে।এ বিষয়ে বিট অফিসার মাজহারুল ইসলাম জানান,রাত তিনটার সময় এক সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করা হয়েছে বাকিরা দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে মুন্না মিয়া অফিসে এসে গেজেটভুক্ত বনভূমি জবর দখল রয়েছে বলে জানান এমনকি বাগানের চারাগাছ গুলো কেটে ফেলে আবারো জমিটা জবরদখল করবেন বলে হুমকি দিয়েছেন।তার ই ফলস্বরূপ উল্লেখিত ভুমি জবরদখলের উদ্দেশ্যে ১০০০ গাছ কেটে ফেলেন মুন্না মিয়া। উল্লেখ্য, আঙ্গারগাড়া বিট অফিসার মাজহারুল ইসলাম এই বিটে যোগ দেয়ার পর থেকে তার দূরদর্শী নেতৃত্বে বনভূমি জবর দখল অনেকটা হ্রাস পেয়েছে। বনদস্যুরা বনভূমি দখলে কোন সুবিধা পাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশবিদরা।