ময়মনসিংহের ভালুকায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহ কামাল আকন্দ মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
মুক্তিযোদ্ধের চেতনায় ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায়
সোমবার (১৮ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকারী ওসি আইন মেনে থানা এলাকার মানুষের সেবা করতে চান। সেই সাথে তিনি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুলিশ ও সাংবাদিকরা একই সুত্রে গাঁথা বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, সমাজে অপরাধীদের সংখ্যা কমে যাবে যদি ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করেন তাহলে অপরাধী নির্মূল করা সম্ভব। এ মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধের চেতনা ভালুকা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,এশিয়ান টিভি ভালুকা প্রতিনিধি কামরুল ইসলাম, নাগরিক টিভি ভালুকা প্রতিনিধি বরকত উল্ল্যাহ, সাংবাদিক আক্তারুজ্জামান সরকার, আশিকুর রহমান শ্রাবণ,আজাহারুল, শফিকুল ইসলাম,এস এম সুজন খান, জাহিদুল ইসলাম,আরিফা আক্তার দীপা ও সাংবাদিক মামুন হাসান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ