
বরিশালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো পিঠা উৎসব ১৪৩০
বরিশালে তিন দিনব্যাপী সার্সটেক পিঠা উৎসব ১৪৩০ এর শেষ হয়েছে। ১৬ই ডিসেম্বর শনিবার নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে এই উৎসবের আয়োজন শেষ হয়।
১৪ ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু হয় এই মেলা রাত ৯টা পর্যন্ত চলে উৎসব।মেলার আয়োজকরা জানান, পুরো মেলায় ২০টি স্টল দিয়ে পিঠা উৎসবের এ আয়োজন করা হয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।যা বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখেছে।
পুলি পিঠা, পাটিসাপটা, মালপোয়া, দুধচিতই, চুষি পিঠাসহ দেশের ঐতিহ্যবাহী পিঠাসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়, বিভিন্ন অঞ্চলের চেনা-অচেনা বাহারি পিঠার ফুলঝুরি সাজানো হয়, যা পিঠা প্রেমীদের আকর্ষণ করেছে। কেউ এসেছেন পরিবার নিয়ে কিংবা প্রিয়জনদের নিয়ে। তবে তরুণ শ্রেণীর লোকের সমাগম ছিলো চোখে পড়ার মত।
তিন দিনব্যাপী এ উৎসবে ফিউশন কনসার্ট,মঞ্চ নাটকসহ বিনোদনমূলক নানা আয়োজন করা হয়।
মেলায় আসা দর্শনার্থী নুসরাত জাহান বলেন, শীতের পিঠা খাওয়া, পরিবার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা, গোটা মেলায় গ্রাম বাংলার একটা ভাব আছে যা শহরে বসেই উপভোগ করতে পারলাম।










