
প্রতিবন্ধীদের পাশে মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।
(নুরুজ্জামান খোকন) আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে, ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, পিরোজপুর কাউখালী উপজেলা ভবন চত্বরে ১০ জন হত দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার,শীতবস্ত্র,
খাবার ও ১০০০ টাকা করে প্রদান করা হয়। গত ১৫ নভেম্বর পিরোজপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ০৮জন প্রতিবন্ধীকে সংগঠনের উদ্যোগে সহযোগিতা করা হয়েছিল।
সূর্য্য উদয়ের সাথে সাথে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতা শেষে, সকাল ১১টায় উপজেলা চত্বরে ১০জন প্রতিবন্ধীকে উপহাসামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সদস্য মোঃ নুরুজ্জামান খোকন, মাহফুজা আক্তার মিলি, রাবেয়া আক্তার সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা-স্বজল মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা করা হয়, এছাড়া উপস্থিত ছিলেন-ভূমি কমিশনার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, থানা পুলিশ ইনচার্জ,উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।










