হিজলায় বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহিদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ৷
হিজলা উপজেলা প্রতিনিধি
মোঃ জাহিদ হোসেন
বরিশাল হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসায় বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহিদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খান, তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের জন্য জিবন যৌবন সব দিয়েছেন এবং যারা তার ডাকে সারা দিয়ে দেশের জন্য জিবন কোরবান করেছে, তাদের জন্য দোয়া করা আমাদের জন্য কর্তব্য ৷ এবং তিনি দক্ষিন বঙ্গের জারনৈতিক অভিবাভক জনাব আবুল হাসানাত আব্দুল্লা ও তার স্ত্রী মরহুমা শাহানারা আব্দুল্লাহ ও কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এফ এ আর গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের ফারুক সাহেবের জন্য দোয়া করেন ৷