
বটিয়াঘাটা সুরখালী ইউনিয়নের ৯ নং বুনারাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের এক মতবিনিময় সভা
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ৯ নং বুনারাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাইক্লোন সেন্টার চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন -অগ্রগতি ও সমৃদ্ধি অব্যহত রাখতে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মহিউদ্দিন মোল্লা। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান এসকে জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খুলনা বিভাগীয় সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা, ইউপি সদস্য সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্যানেল চেয়ারম্যান এস,এম ফরিদ রানা। বুনারবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক নেতা গোপাল মন্ডলের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গুনধর রায়, প্রাক্তন প্রণব কুমার মিস্ত্রি, প্রভাস চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সুজয় রায়, সংরক্ষিত ইউপি সদস্য রুনা বেগম, দিলীপ মিস্ত্রি, পরিমল রায়, আব্দুর রউফ শেখ, জাহিদুর রহমান, জামাল উদ্দীন, ইউনুচ আলী শেখ, কার্তিক মন্ডল, দেবদাস রায়, সোহেল উদ্দীন, আরশাব আলী, সিদ্দিক শেখ, মুরাদ হাসান, যুবলীগ নেতা গাজী রুবেল, স্বপন সরকার, মেহেদী শেখ, ছাত্রলীগনেতা মোঃ জহিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে তার মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।










