ময়মনসিংহে চুরি হয়ে যাওয়া ৯ লক্ষ টাকা উদ্ধার
Spread the love

ময়মনসিংহে চুরি হয়ে যাওয়া ৯ লক্ষ টাকা উদ্ধার

 

ময়মনসিংহের ভালুকায় চুরি যাওয়া ৯লক্ষ টাকা চোরসহ উদ্ধার করেছে ভালুকা থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়,গ্রীন পাওয়ার মেশিন টেকনোলজি, পল্লবী ঢাকার ম্যানেজার মোঃ মুন্না (২৬)ও ড্রাইভার মোঃ রাজীব গাজী (২২)সহ ঢাকা মেট্রো -ন-১৯১৮৪৪ গাড়ী যোগে দেশের বিভিন্ন ফ্যাক্টরীতে গ্যাস বিক্রয় করে আসছিল।এমতাবস্থায় ৫/১২/২০২৩তারিখ ভালুকা থানাধীন ভরাডোবা সাকিনন্থ এক্সপেরিয়েন্স টেক্সটাইল ফ্যাক্টরীতে গ্যাস বিক্রয় করে নগদ ১০লক্ষ টাকা সহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে একই তারিখ রাত ৯.২০মিনিটে ভালুকা পৌরসভারস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হাজী বিরানী নামক হোটেলের সামনে গাড়ি পার্কিং করে করে ম্যানেজার মুন্না খাবার আনতে গেলে বিবাদী ড্রাইভার মোঃ রাজীব গাজী গাড়ীতে থাকা ব্যাগে গ্যাস বিক্রয়ের নগদ দশ লক্ষ টাকা ও ম্যানেজারের ব্যাক্তিগত ৮হাজার টাকা সহ অফিসের কিছু কাগজপত্র চুরি করে পালিয়ে যায়।উক্ত ঘটনায় ম্যানেজার মোঃ মুন্না বাদী হয়ে ভালুকা মডেল থানায় বিবাদী ড্রাইভার মোঃ রাজীব গাজীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ভালুকা মডেল থানার মামলা নং ১৫,তারিখ ১০/১২/২০২৩ইং ধারা,৩৮১পেনাল কোড -১৮৬০;রুজু করা হয়।মামলা রুজু হওয়ার পর ভালুকা মডেল থানার অফিসার ইন্চার্জ শাহ কামাল আকন্দ এর নির্দেশে একটি চৌকস ট্রিম এসআই(নিঃ)হাসান উদ-দৌল্লাহ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বড়চর শিবাসাং হতে আসামীকে মোঃ রাজীব গাজী কে গ্রেফতার এবং নগদ ৯লক্ষ টাকা উদ্ধার করে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31