
আজ ঢাকা ২০ ধামরাই আসনের চৌহাট বাজার ও চৌহাট বকশী বাজারে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঢাকা২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ. মালেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছে ধামরাই উপজেলার নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক এমপির সহধর্মিনী আলহাজ্ব লায়ন মিনা মালেক,বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ঢাকা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (দুদু), ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, যুবলীগ নেতা আব্দুল গণি, সহ আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা সহ নানা স্তরের সাধারণ মানুষ উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।