
চট্টগ্রাম পটিয়াতে লক্ষাধিক টাকা সরকারি গাছ লুট করে বিক্রি,ইউএনও বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ।
চট্টগ্রাম পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের দারক গ্রামে দারক প্রগতি সংঘের ২০০২ সালে সরকারি রাস্তায় রোপণকৃত প্রায় লক্ষাধিক টাকার সরকারি গাছ লুট করে বিক্রয় করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে প্রগতি সংঘের সদস্য ও দারক গ্রামের সাধারণ জনগণ গণস্বাক্ষর দিয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,পটিয়া সমাজসেবা কর্মকর্মা,পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আজ।অভিযোগ পত্রে অনুলিপি পটিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি/সেক্রেটারি কে সংবাদ মাধ্যমে প্রচারের জন্য দিয়েছেন বলে জানান পটিয়া উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক আবদুল হাকিম রানা।অভিযোগ সূত্রে জানা গেছে দারক প্রগতি সংঘের রোপণকৃত সরকারি রাস্তায় গাছগাছড়া বড় হওয়ার পর থেকে এলাকার কিছু দুষ্কৃতকারীর নজর পড়ে গাছগুলো বিক্রয় করে টাকা ভাগবাটোয়ারা করার জন্য।

এরই অংশ হিসাবে গতকিছু দিন আগে হঠাৎ কাউকে কিছু না বলে সরকারি এবং স্হানীয় ইউনিয়ন পরিষদের কোন অনুমিত ছাড়া রাতের অন্ধকারে গাছগুলো কেটে স্তুুপ করে রাখেন রাস্তায়।এই দৃশ্য দেখে ক্লাবের সদস্যরা স্হানীয় কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কাশেম সাহেবকে অবহিত করলে উনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিতে বলেন।চেয়ারম্যান সাহেবের কথামতো ক্লাবের সদস্যরা পটিয়া ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন এবং স্হানীয় চেয়ারম্যান সাহেব অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও মহোদয়কে সুপারিশ করেন।এরই পরিপেক্ষিতে ইউএনও উভয় পক্ষকে চিঠি দিয়ে ডেকে মৌখিক ভাবে গাছগুলো বিক্রয় না করার নির্দেশ দেন এবং স্হানীয় ওয়ার্ড মেম্বারকে নিরপেক্ষ তদন্ত পূর্বক এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশনা প্রদান করেন।এই অবস্হায় মেম্বার সাহেব তদন্ত রিপোর্ট দেওয়াতে একটু সময় ক্ষেপণ করলে এরই মধ্যে পটিয়ার ইউএনও জনাব আতিকুল মামুন সাহেবের বদলীর আদেশ আসেন এবং নতুন ইউএনও যোগদানের আদেশ আসলে মাঝামাঝি এই সময়কে কাজে লাগিয়ে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা গাছগুলো সকল আদেশ নির্দেশ অমান্যতা করে জোর করে বিক্রয় করে টাকা ভাগবাটোয়ারা করে দেন।এই অবস্হায় ক্লাবের সদস্য স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণস্বাক্ষর দিয়ে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (নবাগত) উপজেলা সমাজসেবা কর্মকর্তা পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পটিয়া প্রেসক্লাব সভাপতি সেক্রেটারি ও স্হানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কাশেম সাহেবকে এই ব্যাপারে মুটোফোনে জানাতে চাইলে উনি বলে দারক গ্রামের সরকারি রাস্তার গাছকাটার বিষয়ে আমি জানি এবং এটা বিচারাধীন বিষয়।তবে গাছগুলো যে বিক্রয় করে দিয়েছে এই ব্যাপারে আমাকে কেউ জানাইনি। সরকারি রাস্তার গাছ কারো অনুমিত ছাড়া বিক্রয় করলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন। আপনি ক্লাবের সদস্যদের থানায় মামলা করতে বলেন,আমি প্রয়োজনীয় সহযোগীতা করবো।আর যারা এই গাছগুলো বিক্রয় করেছে তারা এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।










