
কালিয়াকৈরে বিকাশ কর্মীকে অপহরণকালে জামাই-শ্বশুর আটক
গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মচারীকে অপহরণকালে জামাই-শ্বশুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা হরিণহাটি এপেক্স রেললাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্বশুর কালিয়াকৈর পৌরসভার কালামপুর খেলার মাঠ এলাকার হোসেন মিয়ার ছেলে আবু তাহের ও তার মেয়ের জামাই টাঙ্গাইলের মধুপুর এলাকার আজাহার আলীর ছেলে মনির (৩৫)। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মোবাইল ব্যাংকিং বিকাশ এর ঐ কর্মী মোঃ ফারুক হোসেন হরিণহাটি এপেক্স রেললাইন বাজারে মার্কেটিং এর কাজে যায়। কাজ শেষে ফেরার পথে অভিযুক্ত জামাই, শ্বশুর একটি সাদা মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে, জোরপূর্বক গাড়িতে তুলেন। এসময় তার চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে গাড়িসহ জামাই-শ্বশুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাব্বির হোসেন জানান, তাদের থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










