
নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ১১ডিসেম্বর রাতে উপজেলার দপদপিয়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, নলছিটি থানায় কর্মরত এসআই শহিদুল ইসলামের নেতৃত্ব একটি বিশেষ অভিযানের টীম ১১ডিসেম্বর রাতে দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিন-পশ্চিম পাশে মাস্টার বাড়ির রাস্তার সামনে গাছের পাশে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করে। এসময় সাথে ছিলেন এসআই মাইনুল ইসলাম ও এএসআই মো. কাওসার আহমেদ।
এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান কালে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সাথে জরিতদের খুঁজে বের করতে অভিযান চলমান আছে।
ভিউ: ২৮১










