পটিয়ার কাশিয়াইশে ক্লাবের রোপণকৃত সরকারি রাস্তার লক্ষাধিক টাকার গাছ লুট করে কেটে নেওয়ার অভিযোগ।
চট্টগ্রাম পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের দ্বারক গ্রামের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত "দ্বারক প্রগতি সংঘ"১৯৮৭ সালে প্রতিষ্ঠিত উক্ত সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া গ্রামের সামাজিক নানাবিধ সমস্যা সমাধান করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় ২০০২ সালে পটিয়া উপজেলা নির্বাহী কর্তৃক প্রদানকৃত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা সামাজিক বনায়ন করার জন্য ক্লাবের নামে সরকারি দুইশত চারা বরাদ্দ করে।পরে এইগুলো দ্বারক গ্রামের গুরুত্বপূর্ণ সড়কে ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে রোপণ করে বিগত বিশ বছর ক্লাবের তদারকির মাধ্যমে অনেক বড় বড় হয়ে পরিবেশ রক্ষাও এলাকার সৌন্দর্য বর্ধন করেছেন।গত কিছুদিন থেকে গ্রামের কিছু দুষ্কৃতকারী গাছ গুলো কেটে ফেলার পায়তারা করছে এমন খবর প্রগতি সংঘের সদস্যরা কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কাসেমকে জানালে উনি যেহেতু ক্লাবের মাধ্যমে সরকারি রাস্তায় সরকার প্রদত্ত গাছ রোপণ করে বড় হয়েছে সেহেতু উনি এই ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে বলেন এবং ঐ আবেদনে চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও মহোদয়কে সুপারিশ করেন।এই খরচ দুষ্কৃতকারীরা পাওয়া মাত্রই রাতারাতি গাছগুলো কেটে স্তুুপ করে রাস্তার পাশে খামাল করে রাখেন।
এই অবস্হায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যারা গাছ কেটেছেন এবং যারা ক্লাবের সদস্য তাদের উপয় পক্ষকে নোটিশ দিয়ে মীমাংসা করার জন্য পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে উভয় পক্ষের বক্তব্য শুনেন এবং ইউএনও মহোদয় সিদ্ধান্ত দেন যে,কাটা গাছগুল