কাউখালীতে "শ্রেষ্ঠ জয়িতাদের" সংবর্ধনা ও আলোচনা সভা।
(নুরুজ্জামান খোকন)
পিরোজপুর কাউখালী উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
০৯/১২/২০২৩ শনিবার সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে "নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন,মহিলা অধিদপ্তর,জয়িতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ৫ জন জয়িতার শ্রেষ্ঠত্বের কারন বর্ণনা করেন সেই সাথে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সকল কার্যক্রম, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠানে উপস্থিত সকলকে উৎসাহ এবং পরবর্তীতে ৫টি ক্যাটাগরিতে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিকভাবে সাফল্য, সফল জননী নারী সমাজ উন্নয়নের অবদান,নারী নির্যাতনের বিভীষিকা মুছে নুতন জীবন করেছে এই সকল নারীদের অংশগ্রহণের আগ্রহী প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা- স্বজল মোল্লা, এছাড়াও ভুমি কমিশনার, মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা, ব্রাক কর্মকর্তা, প্রভাষক, শিক্ষক, সাংবাদিক,শ্রেষ্ঠ জয়িতা সহ মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষার্থী বৃন্দ। সর্বশেষে ৫ জন জয়িতাকে শ্রেষ্ঠত্বের সন্মানার্থে সনদ,ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।