কুষ্টিয়া মিরপুরের কৃষকদের স্বপ্ন এখন ভাসছে বৃষ্টির পানিতে
টানা কয়েকদিন বৃষ্টিপাতের ফলে কৃষকদের স্বপ্ন ভাসছে পানিতে অনেক জল্পনা কল্পনার পরে কৃষকদের ঘর জুড়ে আসবে যখনই আমন ধান ঠিক তখনই প্রকৃতির বাধা তারা কয়েক দিনে বৃষ্টি পাতের এর ফলে কৃষকদের ধান ভাসছে বৃষ্টির পানির উপর লোকসান লোকসান যেন পিছু ছাড়ছেনা কুষ্টিয়া মিরপুরের আমন ধারের চাষীদের ধানের দাম কম তারপরে এই দুর্যোগ অনেকখানি ক্ষতি করবে এমন ধান চাষ চাষিরা বলছে খুশির মেধাজেই ছিল তারা তাদের ঘর জুড়ে আসবে আমন ধান এর ভিতর এলো এই প্রকৃতির দুর্যোগ টানা বৃষ্টির কারণে কুষ্টিয়া মিরপুরের মাঠে শত শত বিঘা ধান নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে কৃষক আবুল হাশেম বলছে আমার ৫ বিঘা আমন ধান আছে আমার ধানগুলো পানিতে ডুবে গেছে এই লোকসান কাটিয়ে উঠতে আমার সামনে মৌসুমী লেগে যাবে তাতে আবার ধানের দাম কম শুধু আবুল হাশেম নয় ক্ষতিগ্রস্ত হয়েছে আবুল হাশেম এর মত অনেক কৃষ