
দেবীগঞ্জে খেয়া ঘাট বন্ধ করে অবৈধ ফুয়াং কম্পানির কার্যক্রম।
মোঃ হেকমত আলী মন্ডল জেলা প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাংগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অমর খানা কুমার পাড়ায় ফুয়াং কম্পানি নামে একটি কম্পানি দীর্ঘ দিন ধরে এলাকা বাসী সাথে ৫-৬ বছর ধরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করেন,, পরবর্তী তে সেই মামলা গুলো কম্পানি এলাকাবাসী কে নিয়ে সংশোধন করেন ,, কিন্তু সেই ফুয়াং কম্পানি এলাকার কিছু ধান্দাবাজ, এবং ভূমি দস্যুদের নিয়ে ২ টি মৌজায় ১। দেবোত্তর শালডাংগা জেএল নং ২১/ ২। অমর খানা জে এল নং ২২ এর মালিক আনা জমি ও ১ নং খাস খতিয়ানের জমি সহ এবং ২ টি খেয়া ঘাটের রাস্তা বন্ধ করে এলাকার কিছু ধান্দাবাজ লোকদের নিয়ে রঙনিলায় মেতে উঠেছে এই ফুয়াং কম্পানি,, বেশি ভাগ কাজ চলছে অবৈধ ভাবে,,
ভেকু দিয়ে বালু উত্তোলন করে বাদ নির্মাণ করা ও নদী তে যারা খাস জমি দখল সত্ত্বে চাষ আবাদ করে খায়,, তাদের কে নিয়ে ফুয়াং কম্পানি জমি দখল করা,,
এই বিষয় নিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও গনমাধ্যম কর্মীরা কম্পানির মালিকের সাথে কথা বলতে চাইলে, কম্পানির লোক জন ক্যামেরা সামনে এসে কথা বলতে রাজি নন,, গনমাধ্যম কর্মীরা কিছু বলতে গেলে এলাকাবাসী কে নিয়ে ফুয়াং কম্পানির আলোচনা করতে বলেন।
বাঁধ নির্মাণের পারমিশনের বিষয়ে কম্পানির লোকজনের সঙ্গে কথা বললে কোম্পানির লোকজন বলেন আমরা এখন ও পঞ্চগড় ডি, সি অফিস থেকে পাইনি,, আমারা এই ভাবে কাজ চালিয়ে যাচ্ছি পারমিশনের জন্য কাগজপত্র জমা দেওয়া আছে।।










