
ঘোলদাড়ী বাজার যুব সমাজ কতৃক আয়োজিত ফুটবল টুর্নারমেন্ট ২০২৩।
জাহিদ হাসান
এস এফ টিভি রিপোর্টার।
মাদকে না বলি খেলাধুলায় সুন্দর জিবন গড়ি এই লক্ষ বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ১৫ নং আইলহাস ইউনিয়ন পরিষদ মাঠে ঘোলদাড়ী বাজার যুব সমাজে কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নারমেন্ট২০২৩ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ই ডিসেম্বর বিকাল ৩.৩০ ঘটিকার সময় এই খেলাটি অনুষ্ঠিত হয়, উক্ত ফাইনাল খেলায় ব্রিলিয়ান্ট ফুটবল একাদশ বনাম আলমডাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার ব্রিলিয়ান্ট কোচিং, সেন্টার আলমডাঙ্গা ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে।
আজকের এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনান মো:রিয়াজুর ইসলাম জোয়াদ্দার্র (টোটন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইজাজ ইমতিয়াজ (বিপুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো:মতিউর রহমান উপস্থিত ছিলেন ঘোলদাড়ী বাজার পুলিশ ইনচার্জ।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা।










