
শাহজাদপুরে মুরগিবাহী কাভার্ডভ্যানে আগুন
মোঃ তারেক রহমান শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
শাহজাদপুরে টেটিয়ারকান্দায় ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টেটিয়ারকান্দায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ডভ্যান ও ভ্যানে থাকা কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, কাভার্ডভ্যানটি কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। পথিমধ্যে শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি দাড় করিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো পুড়ে গেছে। এ সময় তারা কাভার্ডভ্যানের চালককে মারপিট করে পালিয়ে যায়।










