অগ্রহায়নের বৃষ্টিতে শীতের আগমনী বার্তা
স্টাফ রিপোর্টারঃ অগ্রহায়নের বৃষ্টি শীতের আগমনী বার্তা নিয়ে হাজির।
অগ্রাহায়ন মাস প্রাই শেষের দিকে, পৌষ মাস কড়া নারছে দোয়ারে।শীতের আগমনী বার্তা নিয়ে সন্ধ্যা থেকে আলমডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি ঝরাচ্ছে প্রকৃতি। বর্ষণে তেমন তেজ না থাকলেও রয়েছে হিমহিম- শীত শীত ভাব। গ্রাম্য এলাকায় সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে কৃষক কৃশানিরা আমন ধান মাড়ায় নিয়ে।হেমন্তকালে শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ আবহ কেটে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে খেজুরের রস আর ভাঁপা, পুলি পিঠার মহাউৎসবে। শীতে সূর্য মামার লুকোচুরি আর গ্রামীণ সমাজে রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শীত থেকে নিবারনের চেষ্টা সেই সাথে খোস গল্পে মেতে ওঠেন অনেকেই।
রাত যত বাড়ে, ততো শীতের অনুভবও বৃদ্ধি পায়। প্রকৃতির এই পরিবর্তন বার্তা দিচ্ছে এই বুঝি শীত চলেই এলো। প্রকৃতির এই রূপ অনেকের কাছেই প্রিয়। এখন থেকে পৌষের মাসের দিকে দিন যত গড়াবে, ততই সাইবেরিয়ান বায়ু প্রবাহ বাড়বে এ দেশ অভিমুখে। সব মিলায়ে এবার শীত যেনে সকলেরই জন্য নতুন এক দিগন্তে বার্তা নিয়ে আসুক।