চুয়াডাঙ্গায় যাত্রী সেজে কৌশলে ছিনিয়ে নিলো পাখিভ্যান। সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেস্টা।
রিপোর্ট হাসেম রাজঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়ীয়া গুচ্ছ গ্রামের দরিদ্র সাজিদুলের একমাত্র সম্বল পাখি ভ্যান কৌশলে প্রতারক চক্র ছিনিয়ে নিলো। পাখি ভ্যান হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে দরিদ্র সাজিদুল।
ঘটনাটি ঘটেছে গতকাল ৫ ই নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টার সময়। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের পাশে নিয়ে এসে কৌশলে হাতিয়ে নেয় ভ্যানটি।
ঘটনার বিবরনে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গুচ্ছ গ্রামের দরিদ্র সাজিদুলের ছেলে শিপন (১৬) তার বাবার পাখিভ্যান নিয়ে ভালাইপুর বাজারে যায়। সেখান থেকে এক প্রতারক চক্রের সদস্য চুয়াডাঙ্গা থেকে লোকাল বিস্কুট আনার কথা বলে তাকে নিয়ে যায়। অল্প বয়সের শিপন একটু বেশি ভাড়া পাবার লোভে কোন কিছু না বুঝেই তাকে নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্য রওনা দেই। হাতিকাটার মোড় থেকে কৌশলে প্রতারক চক্রের আরেক জন তার ভ্যানে উঠে বসে এবং তারা দুজন একই জায়গার বলে পরিচয় দেয়। শিপন কোন কিছুই বুঝতে পারেনা। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের পাশে নিয়ে এসে একজন ভ্যান চালক শিপনকে কৌশলে দড়ি কেনার কথা বলে ভ্যান রাস্তার পাশে রেখে তাকে নিয়ে যায়। অপরজন ভ্যানটি কৌশলে চালিয়ে নিয়ে চলে যায়। শিপন কে মেইন রোডের সিঙ্গার সো রুমের সামনে দাড় করিয়ে রেখে আসছি বলে অপর জন কৌশলে গা ঢাকা দেই। শিপন কিছুক্ষন পরে তার ভ্যানের দিকে এগিয়ে গিয়ে আর ভ্যান পাইনা। চোখের সামনে থেকে উধাও। কান্নায় লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে সিসি ফুটেজ বের করে প্রতারক চক্রদের দেখতে পেলেও এখনো পর্যন্ত সনাক্ত করা যায় নি। অল্প বয়স হওয়ায় তাকে কৌশলে ডেকে নেই প্রতারক চক্র। শিপনের বাবা সাজিদুল জানায়, গরিবের সংসার ভ্যানটি ভাড়ায় নিয়ে আমি দিনোতিপাত চালায়। অবসর সময়ে আমার ছেলেটিও মাঝে মাঝে একটু চালাই। তবে এমন ঘটনা ঘটবে এটা কোন ভাবেই বুঝতে পারিনি। ভ্যান হারিয়ে একেবারে পথে বসে গেছে দরিদ্র সাজিদুল। বিষয় টি নিয়ে এখনো পর্যন্ত কোথাও কোন অভিযোগ করা হয়নি। সিসিটিভি ফুটেজ থেকে ভ্যান চুরির বিষয় টি অবগত হলেও চোর চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে সাজিদুলের পরিবার বিষয় টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করার চিন্তা ভাবনা করছে৷ সাজিদুল আরো বলেন সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় লিখিত অভিযোগ করবো।