বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারীদের উদাসীনতায় ঝুলছে অভিষেক তোরন
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র হিসেবে ১৪ই নভেম্বর মঙ্গলবার দায়িত্ব নিযেছেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
এ উপলক্ষে নগরীকে নতুন করে সাজানো হয়েছিলো নগরভবনের সামনে থেকে সদর রোড, ফজলুল হক এভিনিউতে তোরণ করা হয়েছিলো প্রায় ডজন খানিক। কিন্তু নভেম্বর মাস শেষ হলেও ডিসেম্বর মাসের ৫ তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায় অভিষেক তোরনের বাঁশ এখনো ঝুলে আছে নগরীর বিভিন্ন স্হানে। এতে মারাত্নক ঝুঁকির মধ্যে রয়েছে সাধারণ জনগন থেকে শুরু করে স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা।
এরই মধ্যে বরিশালে ঘটে যাওয়া মিধিলি ঘুর্ণিঝড়েও বাঁশ ভেঙে পড়েছে এতে আহত হয়েছে কয়েকজন পথচারী।
বরিশাল সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীদের উদাসীনতায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ জনগনের চাওয়া দ্রুত পরিসরে এই তোরণ অপসারণ করে নেয়া হোক।যাতে নিরাপদে রাস্তায় চলাচল করা সম্ভব হবে।