
দ্বাদশ সংসদ নির্বাচনে ব আওয়ামী লীগ মনোনীত খুলনা-১আসনের নৌকার প্রার্থী, ননিগোপাল মন্ডলের মতবিনিময় সভা
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা-১ আসনের নৌকার প্রার্থী, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নেতা ননী গোপাল মন্ডল ৪ ডিসেম্বর সোমবার বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
সুরখালী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসকে জাকির হোসেন লিটু। বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শেখ, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগনেতা শেখ মোঃ হাদি উজ জামান হাদী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগনেতা মীর মহম্মদ আলী, আব্দুল মান্নান গোলদার, প্রসাদ চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ শাহারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুহিন রায়, জেলা ছাত্রলীগের সাবেক নেতা পলাশ রায়, সুজন মন্ডল, সুরখালী ইউনিয়ন পরিষদের মেম্বার যথাক্রমে সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, রমেন্দ্রনাথ রায়, জিএম এনামুল হক, সুজয় রায়, রত্না অধিকারী, রুনা বেগম, অধ্যক্ষ শশাঙ্ক রায়, অধ্যক্ষ ফিরোজুর রহমান,
আওয়ামীলীগনেতা রামপ্রসাদ রায়, মহিউদ্দিন মোল্লা, লুৎফর রহমান, রমেশ রায়, গোপাল মন্ডল, হাবিবুর রহমান, ইসরাইল বিশ্বাস, দেবাশীষ মন্ডল, আমিন মোল্লা, গাজী আহম্মদ আলী, অমিত রায় তপু, আতিয়ার রহমান বিশ্বাস, রেজাউল করিম বিশ্বাস, ইসমাইল হোসেন মোল্লা, মোস্তাফিজুর রহমান, আবু সাইদ সরদার, আমিনুর রহমান, সঞ্জয় মিস্ত্রী, তুহিন শেখ, জিএম মঞ্জুমান, রেজওয়ান গোলদার, যুবলীগ নেতা আব্দুল হাই বিশ্বাস, গাজী রুবেল, সৈনিক লীগ নেতা সৌরভ শেখ, সুব্রত মন্ডল, ছাত্রলীগনেতা জহিরুল ইসলাম।
ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল সুরখালী ইউনিয়নের গাওঘরা, কল্যানশ্রী, ভগবতিপুর, বুনারারাবাদ, গরিয়ারডাঙ্গা, সুখদাড়া বাজার ও রথখোলা মোড়, এবং গংগারামপুর ইউনিয়নের আমতলা বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।










