মধ্যরাতে প্রেমিকার ঘরে দূর্বার প্রেমিক, পালাতে যেয়ে চোর সন্দেহে আটক।
স্টাফ রিপোর্টারঃ
আলমডাঙ্গার পারদুর্গাপুরে গোপনে প্রেমিকার ঘরে ঢুকে রঙ্গলীলা করতে এসে স্থানীয়দের হাতে ধরা খেয়েছেন হারুন অর রশিদ (১৮) নামের এক দূর্বার প্রেমিক। স্থানীয় জনতা ও পরিবার তাকে ঘরে আটকে রেখে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়ে ছেলের পরিবার ও মেয়ের পরিবারের উভয় সম্মতিতে অভিভাবকের হাতে তুলে দেয়।
জানাগেছে, উপজেলার বাড়াদি ইউনিয়নের আনন্দবাস গ্রামের সানোয়ার হোসেনের ছেলে হারুনুর রশিদের সাথে পাশ্ববর্তী কুমারি ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের এক স্কুলপড়ুয়া মেয়ের সাথে ফেসবুকে প্রেম-সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের পিতা চাকুরী করাতে পিতামাতার সাথে মেয়ে গ্রামের বাহিরে থাকতো। স্কুল ছুটি পাওয়াতে মেয়ে তার দাদার বাড়িতে বেড়াতে এসে সুযোগ বুঝে তার প্রেমিক হারুন অর রশিদকে তার শোবার ঘরে আসতে বলে। শনিবার রাত ১০ টার দিকে গোপনে ঐ ঘরে ঢুকে প্রেমিক । পরে প্রেমিক তার ঘর থেকে বাহির হওয়ার সময় তার দাদার বাড়ির লোকজন দেখে ফেলে। সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে চোর সন্দেহে পরিবার ও স্থানীয়রা মিলে হারুন অর রশিদকে আটক করে।
পরে তার কথা শুনে তাকে ঘরে তালাবন্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ ও এসআই আশিক ওই প্রেমিক হারুনুর রশিদককে উদ্ধার করে মেয়ে পক্ষের কোন অভিযোগ না থাকায় উভয়ই পরিবারের আপস-মিমাংসের মাধ্যমে তাদের স্ব-স্ব পরিবারের নিকট তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মেয়ের দাদ শহিদের কাছে একাধিকার কল দিলেও তিনি কোন ফোন রিসিভ করেনি।