
নৌকার প্রর্থী নিয়ে উত্তাল কুষ্টিয়া ২ আসন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাকি দুইটা আসন এর মধ্যে প্রথী ঘোষণা করতে বাকি আছে কুষ্টিয়া ২ আসন এই আসনে মনোনয়ন দাখিল করেছে ১৩ জন কে হবে আওয়ামী লীগের প্রর্থী এ নিয়ে উত্তাল কুষ্টিয়া ২ আসন
সভাপতি হাসানুল হক ইনু, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী ডা. এস এম মুস্তানজিদ লোটাস, স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ, জাতীয় পার্টির (এরশাদ) ডা. শহিদুল ইসলাম ফারুকী, বিএনএম পার্টির শেখ আরিফুর রহমান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ বাবুল আক্তার, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল আরেফিন, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ জে এম শাহিদুজ্জামান (জনি), স্বতন্ত্র প্রার্থী পারভেজ (সজল) ও জাকের পাটির নেতা রওশন আলী এই আসনে এম পি হাওয়া আশায় উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করেছে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন স্বতন্র প্রর্থী হবেন বলে জানান আলহাজ্ব কামারুল আরেফিন গত ৩০ নভেম্বর মনোনয়ন প্রত্র জমা দেওয়া সময় সাংবাদিকের প্রশ্নে কামারুল আরেফিন বলেন ২০ পয়সা আর ৮০ পয়সার মধ্যে চেলেঞ্জ হয় না ইনু সাহেব ৮০ পয়সা তিনি এক জনসভায় বলেছিল সুতরাং ইনু ২০ পয়সা আর আমারা ৮০ পয়সা এখানে চেলেঞ্জের প্রশ্ন আসে না










