খুলনা নগরীর খালিশপুর এলাকা যেন জিম্মি হয়ে পড়েছে এই কিশোর গ্যাংগ এর কাছে,
খুলনা প্রতিনিধি এর তথ্যচিত্রে বিস্তারিতঃ
গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে খালিশপুরের গোয়ালখালি মোড়ে ২ টি দেশি অস্ত্রসহ দুই জন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে, এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় যে তারা দুইজন খুলনার খালিশপুরের প্রভাতী মাঠ এলাকার কুখ্যাত সন্ত্রাসী( ইথুন) এর সহচর,
বিগত দুই বছর আগে খুলনা খালিশপুর এর চাঞ্চল্যকর সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী (হাসিব) হত্যা মামলা এর আসামী এই কুখ্যাত সন্ত্রাসী (ইথুন),
খালিশপুর এর বিভিন্ন সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের সাথে এই বাহিনীর নিবিড় সম্পর্ক রয়েছে,
এই (ইথুন) এর এক অন্যতম সহচরির নাম( সাকলাইন সাকি) খালিশপুর এর প্রভাতী মাঠ এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসায়ী এই (সাকলাইন সাকি) খুলনার বিভিন্ন থানায় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই (সাকলাইন ছাকি) এর নামে মাদক মামলা রয়েছে, এই সন্ত্রাসী (ইথুন) বাহিনী এর আরেক অন্যতম সহচরের নাম( চোর সাজ্জাদ) হাউজিং এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন দোকান থেকে টাকা পয়সা ও মালামাল চুরি ও অর্থবিত্তদের বাসাকে কেন্দ্র করে গ্রুপ আকারে চুরি করে, এলাকাবাসীদের কাছ থেকে জানায় যায় কয়েক মাস আগেই খালিশ পুরের ডিবি অফিস এলাকার এক সরকারি কর্মকর্তার বাড়ি থেকে সঙ্ঘবদ্ধ ভাবে দরজা ভেঙে বিভিন্ন দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এই চরচক্র, পরবর্তীতে সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ এই সাজ্জাদ কে চুরীকৃত মালামাল সহ গ্রেফতার করে এই( সাজ্জাদ) কে এর নামে মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে,
গতকাল গোয়ালখালী মোড় থেকে এই বাহিনীর অন্যতম সদস্য( সাইফ) ও তার আরেকজন সহযোগীকে দুটি ধারালো দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ, তারা সঙ্গবদ্ধভাবে ২০-৩০ জন ধারালো অস্ত্র নিয়ে এ সময় গোয়ালখালীর পেছনের রেললাইনে কোন একটি সন্ত্রাসী কার্যক্রম ঘটানোর জন্য অবস্থান নেয়, এলাকাবাসীর সন্দেহ হলে এলাকাবাসীরা মিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তারা এলাকাবাসীর উপর চড়াও হয় এরপরে এলাকাবাসীরা সঙ্ঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দেয় এতে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায় এ সময় এলাকাবাসী দুইজনকে ধরতে সফল হয় তাদের দুজনের কাছ থেকেই দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার পরেও কিভাবে এইসব কিশোর গ্যাংগ দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশে মনে প্রশ্ন জেগেই থাকে,
কে বা কাদের ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছে এই সকল কিশোর গ্যাংগ, দায়ী কারা।