আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১।
স্টাফ রিপোর্টারঃ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ মিঠু (৪১) নামের এক মাদককারবারীকে হাতে নাতে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০ টার সময় আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের সামনে হতে ৮০(আশি) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তিন চাকা বিশিষ্ট একটি ইজিবাইকসহ মিঠু নামের এক মাদককারবারীকে হাতে নাতে আটক করে।
আসামী মিঠু আলমডাঙ্গা পৌরসভাধীন ,সোহাগ মোড়ে আঃ জব্বার ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।