এমপি হতে পদ ছাড়লেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান
Spread the love

এমপি হতে পদ ছাড়লেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান

নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার আশায় পদত্যাগ করলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। তিনি নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান।–

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পদত্যাগ করার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখা। এতে সই করেন উপসচিব ড. মাসুরা বেগম।–

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আর আমিন স্বেচ্ছায় তার নিজ পদ থেকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১১ এর ১২(১) ধারা অনুযায়ী) পদত্যাগ করেছেন। বর্ণিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করা হলো এবং পদটি শূন্য করা হলো।–

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সবুজ সংকেত রয়েছে। খন্দকার রুহুল আমিন জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণ বেশি। দলের বাইরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার গলায় পড়াবে বলে জানান সমর্থকরা।–

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খন্দকার রুহুল আমিন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের কাছে মনোনয়ন ফরম দাখিল করেন।–

এ বিষয়ে খন্দকার রুহুল আমিন বলেন, সোনাইমুড়ীর জনগণের ভালোবাসায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। চাটখিল-সোনাইমুড়ীর জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি এবার বঞ্চিত মানুষের আশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।তিনি আরো বলেন ভোটারদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছি।–

প্রসঙ্গত, নোয়াখালী-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তিনি দুই বারের সংসদ সদস্য। নির্বাচনে অংশ নিতে ইব্রাহিম এমপিসহ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এ আসনে মোট প্রার্থী ১১ জন। খন্দকার রুহুল আমিনসহ এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২ জন। এছাড়া জাসদ, গণফ্রন্ট, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস এছাড়া স্বতন্ত্র একজনসহ ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।-

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31