দাকোপ- বটিয়াঘাটা আসনে শ্রী ননি গোপাল মন্ডল বাংলা দেশ আওয়ামীলিগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন
খুলনা -১ -দাকোপ- বটিয়াঘাটা আসনে বাংলাদেশ আওয়ামীলিগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক সংসদ ননিগোপাল মন্ডল। তিনি গত(বৃহস্পতিবার ) মনোনয়নপত্র জমা দেয়ার পর ২ ডিসেম্বর শনিবার তিনি বর্তমান দাকোপ-বটিয়াঘাটা খুলনা ১আসনের এমপি ও জাতীয় সংসদের( হুইপ) শ্রী পঞ্চানন বিশ্বাসের সাথে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর -পরিষদ বটিয়াঘাটা উপজেলা সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার সহ দলিয় নেতা কর্মীদের নিয়ে সাক্ষাত করেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক এর প্রার্থী হওয়ায় তাকে স্বাগত জানান ও সকল কে মিষ্টি মুখ করান এবং সার্বিক সহযোগিতার আাস্বাস দিয়েছেন।
এবার শ্রী পঞ্চানন বিশ্বাস এমপি ( হুইপ) এর পরিবর্তে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান সাবেক এমপি শ্রী ননি গোপাল মন্ডল। এ ছাড়াও এ আসনে আরও ৫ জন জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ড. প্রশান্ত কুমার রায় সাবেক সচিব৷
স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই বললেন, আপনারা আওয়ামী লীগের বাইরের কেউ নন, আপনারা কেউ জাতির পিতার বাইরে না।' 'প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, আপনারা ভোটে থাকুন।"