
সুবর্ণচরে ট্রাক-সিএনজি মুখামুখি সংঘর্ষ,, নিহত-২
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলার, সুবর্ণচর- উপজেলার হারিছ চৌধুরী বাজারের পূর্বে মেজর আবদুল মান্নান গার্মেন্টস এর মোড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
আজ শুক্রবার বাদ জুমাহ ট্রাক এবং সিএনজির মুখামুখি সংঘর্ষে মা- শিশুসহ ২ জন ঘটনাস্থলেই মারা যায় এবং
আহত হয় বেশ কয়েকজন।–
আহতদের সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।। —
আহতদের মধ্যে জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা আব্দুল্যাহ সাহেবও গুরুতর আহত হন।–
রাস্তায় বেপরোয়া-ভাবে গাড়ি চলাচলের কারণে প্রতি নিয়তই এভাবে দুর্ঘটনার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে।।–
ভিউ: ২৭৪










