
সুনামগঞ্জ ১ আসনে ডা.রফিক চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন।
শান্ত রহমান :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন( তাহিরপুর,মধ্যনগর,
ধর্মপাশা,জামালগঞ্জ)বিকল্পধারমহাজোট প্রার্থী হিসেবে আজ মনোনয়ন দাখিল করেছেন বিকল্পধারায় মনোনীত মহাজোটের প্রার্থী ডা. রফিক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন সাধারণ জনগণ আমার পাশে আছে, সাধারণ জনগণ এবং কেটে খাওয়া মানুষের জন্য আমি কাজ করে যাব। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ১ সকলের সহযোগিতা কামনা করছি। তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখির করছেন।৩০/১১/২০২৩ ইং
ভিউ: ৩২৬










