বাঁশখালীতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন আবদুল্লাহ কবির লিটন
চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন।
আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল ২ টার দিকে মনোনয়ন দাখিলের শেষ দিনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করে তিনি মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, লায়ন এ্যাডভোকেট শেখর দত্ত, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, শাহাদাত হোসাইন চৌধুরী, দিলুয়ারা বেগম সুমি, আরিফুজ্জামান, রাশেদ আলী, নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ নোমান, খোরশেদ আলম পাশা, শ্রমিক লীগ নেতা আবদুল জাব্বার, মিজানুর রহমান প্রমুখ।
মনোনয়নপত্র দাখিলের পর আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন সাংবাদিকদের বলেন, জনগনের অধিকার প্রতিষ্ঠা নেতাকর্মীদের মুল্যায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার লক্ষেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। তিনি জানান, এবার বাঁশখালীর মানুষ সবদিক দিয়ে একটা পরিবর্তনের ছোঁয়া পাবে।
ছবি ক্যাপশন (১) বাঁশখালীতে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামীগ নেতা আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন।