
পাইকগাছায় ৪৫ জন বীর মুক্তিযোদ্ধার সৃতি সংরক্ষণে নয়া উদ্যোগ নিলেন- চেয়ারম্যান তুহিন
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী লস্কর ইউনিয়নের ৪৫ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সৃতি সংরক্ষণে দৃষ্টিনন্দন বীর মঞ্চ করার নয়া উদ্যোগ গ্রহন করেছেন চেয়ারম্যান তুহিন।
১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ছিনিয়ে আনা স্বাধীন বাংলাদেশের প্রত্যক্ষ অংশীদার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা অত্র ইউনিয়নের কৃতি সন্তানদের সৃতি সংরক্ষণে ইউনিয়ন পরিষদ আঙিনায় বীর মঞ্চের এমন উদ্যোগে রীতি মত সর্ব মহলের প্রশংসায় ভাসছেন তিনি।
বৃহস্পতিবার সরজমিনে গেলে জানা যায়, ৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত ও মৃত্যু সকলকে স্বরণীয় করে রাখতে টাইলস এর উপর তাদের সচিত্র করে সেটি বীর মঞ্চের ওয়ালে লাগিয়ে রাখা হবে। যা কিনা ইউনিয়ন পরিষদের শোভা বর্ধন সহ অত্র ইউনিয়নের একটি মডেল হিসেবে গন্য বলে মনে করছেন অনেকে। পাশাপাশি এটা দেখে আশেপাশের ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের স্বরনে এমন উদ্যোগ নিবে বলে মনে করছেন অনেকে। বীর মঞ্চের কাজ বর্তমানে চলমান অবস্থায় রয়েছে।
এদিকে এমন মহতি উদ্যোগ নেওয়ায় চেয়ারম্যান তুহিন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত্যু মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য বৃন্দ। বীর মঞ্চটিতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৪ লক্ষ টাকা মতো, এবং এটি ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে জানা গেছে।
এবিষয়ে অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান তুহিন এস এফ টিভিকে জানান, আমি চিরদিন থাকবো না তবে এমন কিছু কাজ আমাকে অনুপ্রাণিত করে- যে কাজগুলো আমি মৃত্যু পরবর্তী আমার ইউনিয়নের মানুষ আমাকে শ্রদ্ধা ভরে স্বরণে রাখে। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমার ইউনিয়নে সরকার কতৃক বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, পরিশেষে সকলের কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।










