সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের এইচএসসি সম্মান পরীক্ষার পাশের হার ৯৫.৪৫ শতাংশ।
(নুরুজ্জামান খোকন)
গত ২৬-১১২৩ তারিখ এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রকাশিত ফলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়ায়, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ৪৪ জনের মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে ৩৬ জন (এ প্লাস) এবং ৫ জন (এ মাইনাস) শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এগিয়ে গরে ৯৫.৪৫% পাশ। এখানে বেশিরভাগ গরিব ও নিম্ন আয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন বাস্তবায়নে একটি শিক্ষিত ও সুনাগরিক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠাতা ও সভাপতি একজন সমাজসেবক ও দানবীর - আলহাজ্ব একেএম আব্দুল করিম এবং তার পরিবারের সদস্য রেজাউল করিম পিরোজপুর কাউখালী উপজেলা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিভিন্ন স্থানে।
# সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ। # শের ই বাংলা একে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট। # আলহাজ্ব আব্দুল করিম জামিয়া ইসলামিয়া ইয়াতিমখানা ও বহুমুখী দাখিল মাদ্রাসা কাউখালী। উক্ত প্রতিষ্ঠানগুলো সুনামের সহিত চলমান এবং এলাকায় সকলের সার্বিক পরামর্শে বাস্তবায়ন হয়ে আসছে। এছাড়াও ঢাকায় যাত্রাবাড়ীতে আলহাজ্ব একেএম আব্দুল করিম ট্রাস্ট এর অধীনে প্রতিষ্ঠিত হয় একাডেমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা,বায়তুর রহমান জামে মসজিদ, সহ প্রস্তাবিত - আশরাফ আলী ইয়াতিমখানা,খান মোহাম্মদ মোস্তফা হায়দার শিশু কিশোর সংগঠন সহ বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানগুলোতে ৩ শতাধিক শিক্ষার্থী ও ৩০ জন হিফয শিক্ষার্থী কুরআনের অধ্যায়ন করছে।
রেজাউল করিম বলেন- সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের যে সকল মুরুব্বিয়ান ভূমিকায় অর্থ সময় জমি এবং পরামর্শ দেওয়ায়, আজ অনেক এখানে অনেকে চাকুরী এবং সুশিক্ষায় বিকাশিত হয়েছেন। তাই সকল মৃতের স্মরণে রুহের মাগফেরাত কামনা করেন। সর্বোপরি এখানে আমাদের সন্তানদের ইসলামের শিক্ষায় দীক্ষিত করতে সকলের দোয়া ও সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়ার আশাবাদী ব্যক্ত করেন।