চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী আওয়ামীলীগ থেকে আবারো মনোনয়ন পাওয়াতে খুশির জোয়ারে ভাসছে বাঁশখালী।
বেশ কয়েকদিন টান টান উত্তেজনা ছিলো চট্টগ্রাম-১৬ বাঁশখালীর উপজেলায়, আসলে কে পাচ্ছেন আওয়ামীলীগের সেই কাঙ্ক্ষিত মনোনয়ন।
কারন বর্তমান বাঁশখালীতে যিনি সংসদ সদস্য আছেন উনি দীর্ঘ ১০ বছর টানা এমপি বাঁশখালীর এবং প্রথম দুুইবার লাগাতার এমপি হয়ে বাঁশখালীর প্রধান সড়ক, বেঁড়ি বাঁধ নির্মাণ, কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করে বাঁশখালীর মানুষের আস্থা অর্জন করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন যেটা বিভিন্ন মিডিয়া থেকে এবং গোয়েন্দাদের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচর হয়ে প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেন তারাই ধারাবাহিকতায় অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিকাল চারটায় যখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল কাদের ঘোষণা করেন চট্টগ্রাম-১,৬ বাঁশখালীতে বর্তমান সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী নাম। সাথে সাথেই বাঁশখালীর নেতাকর্মী সাধারণ জনগণ মধ্যে বাঁধভাঙা জোয়ারে আনন্দ উল্লাসে রাস্তায় নেমে এসে মিছিলে মিছিলে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উল্লেখযোগ্য হলো ৫নং কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ মৎস্যজীবীলীগ ও ছাত্র লীগের কর্মীদের নিয়ে বিশাল আনন্দ মিছিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনম ফরহাদুল আলম। আরো মিছিল করেন পৌরসভার আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতা কর্মীরা। সবার একই কথা আগামী ৭ ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এর নৌকা মার্কাকে বিপুল ভাবে বিজয়ী করবে ইনশাআল্লাহ।