পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নৌকার মাঝি হলেন গালিবুর রহমান শরীফ
মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৪ আসনে নৌকার মাঝি হলেন সাবেক ভূমিমন্ত্রী, বারবার নির্বাচিত এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি বীরমুক্তিযোদ্ধা, প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। রবিবার (২৫ নভেম্বর'২৩) ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিক ভাবে এ প্রার্থীতা ঘোষণা করেন। কে হচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি এ নিয়ে চলছিল সর্বমহলে নানা ধরনের জল্পনা কল্পনা। মুখরোচক আলাপ আলোচনা, সমর্থকদের মধ্যে অম্লমধুর কথাবার্তা। বিভ্রান্ত হচ্ছিল সাধারণ মানুষ। অবশেষে আজ সোয়া ৪ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ারপর অবসান হলো সকল জল্পনা কল্পনার। উল্লেখ্য, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান গালিবুর রহমান শরীফ পিতার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন। পিতার মৃত্যুতে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসন শূন্য হলে তিনি উপনির্বাচনে প্রার্থী হবার জন্য দলের কাছে মনোনয়ন চেয়ে নিরাশ হন। কিন্তু হাল ছেড়ে না দিয়ে মাঠ পর্যায়ে রাজনীতিতে সক্রিয় হন। রাতদিন এক করে ছুটে বেরিয়েছেন ঈশ্বরদী আটঘরিয়া। পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের মানুষের। এরই পুরস্কার হিসেবে দলের হাই কমান্ড তাঁর মূল্যায়ন করেছেন। সব কিছু ঠিক থাকলে বলা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন গালিবুর রহমান শরীফ। এদিকে গালিবুর রহমান শরীফ এর সমর্থকরা মনোনয়ন প্রাপ্তিকে প্রাথমিক বিজয় বলে মনে করছেন।