ঠাকুরগাঁও এ নৌকার মাঝি তালিকা প্রকাশের পর আনন্দ মিছিল।
মোঃ আব্দুল ওহাব প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কারা পেলেন তার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো আজ রবিবার।
তালিকা প্রকাশ এর পর পরই দলিও অফিস নেতাকর্মীরা জর হতে থাকে।
এর পর তারা আনন্দ মিছিল বের করে।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন যায়গায় আনন্দ মিছিল করে দলিও সমর্থকরা।
ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে দলিও মনোনয়ন পেয়েছেন।
ঠাকুরগাঁও -১ রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও -২ মাজহারুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও -৩ এমদাদুল হক।
দলীয় সিন্ধান্তে জেলা আওয়ামী লীগের সকল অংগ সংগঠন দলীয় সভানেত্রীকে ধন্যবাদ জানান
উল্লেখ্য যে ঠাকুরগাঁও ১ আসনের এমপি প্রার্থী প্রবীন রাজনিতিবিদ এবং ৪ বারের নির্বাচিত জনাব রমেশ চন্দ্র সেনকে পেয়ে সকলেই আনন্দিত সেই সাথে ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী যুবসমাজের অহংকার যুব নেতা মাজহারুল ইসলাম সুজনকে এমপি পদে পেয়ে আনন্দ মিছিল করেন ২ আসনের সর্বস্তরের(বালিয়াডাঙ্গি) জনগন ঠাকুরগাঁও ৩ আসনের জনগনের মনোনিত প্রার্থী হয় জনাব এমদাদুল হক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেওয়ার লক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন নৌকার হয়ে ভোটযুদ্ধ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাইবাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি