
মিথ্যা মামলায় সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানব বন্ধন ।
গাজীপুরের কাপাসিয়ার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের কাপাসিয়া প্রতিনিধি অধ্যাপক শামসুল হুদা লিটনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর জেলার সাংবাদিকরা। আজ রবিবার ২৬শে নভেম্বর গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় , মানববন্ধনে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং বেলায়েত হোসেন শামীম ও নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর শাখার সভাপতি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি মো:নাজিম উদ্দিন, দৈনিক আমাদের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের আক্তারুজ্জামান, আমার জনতা পত্রিকার সম্পাদক সানাউল্লাহ নূরী, সাংবাদিক নুরুল হক ভূঁইয়া, দৈনিক গণকন্ঠ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,এস এফ টি টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আহসানুল হাবীব প্রমুখ।উল্লেখ্য গ্রেফতার কৃত লিটন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের একজন সম্মানীত সদস্যও।তার নি:শর্ত মুক্তির দাবীতে কালিয়াকৈর,কালিগঞ্জ,কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর এর সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়ে মানব বন্ধন করে এবং ডিসি ও এস,পি বরাবর স্মারকলিপি প্রদান করেন।










