
ফরিদপুর জেলার সালথা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক এক জন মানবিক পুলিশ অফিসার ইনচার্জ।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর সালথা প্রতিনিধি এস এফ টিভি বিডি নিউজ ডটকম ২৫,১১,২০২৩
ফরিদপুর জেলার সালথা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক এক জন মানবিক পুলিশ অফিসার ইনচার্জ,যিনি সালথা থানায় আসার পর থেকে সালথা থানায় কোন প্রকার সংঘর্ষ মারামারি ভাঙচুর কাইজা সহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে এজন্য এলাকাবাসী তাকে একজন মানবিক অফিসার হিসেবে আখ্যা দিয়ে ছেন এমনকি সাধারণ মানুষ ভোগান্তির হাত থেকে মুক্তি পেয়েছেন অসহায় মানুষকে সব সময় তিনি সার্বিক সাহায্য সহযোগিতা করে থাকেন এমনকি যে কোন ঝামেলা তিনি সুনা মাত্রই দুই পক্ষকে ডেকেই সমাধান করে দেন সত্যিই অশান্তর সালথাকে শান্ত করার কারিগর হিসেবে তাকে সাধারণ জনগণ সার্বক্ষণ ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেন এবং সাধারণ জনগণ আরো বলেন তিনি যেন সারা জীবন সালথা থানায় থেকে যান এবং সাধারণ জনগণের কে এভাবেই সাহায্য সহযোগিতা ও আইনের সহযোগিতা অব্যাহত রাখেন অব্যাহত রাখেন পারে তাহলে সালথা থানার মানুষ তার আরো উজ্জ্বল ভবিষ্যৎ সার্বক্ষণ কামনা করে বলে জানান, এবং সাধারণ মানুষের কথা আমরা আপনাকে কোন ভাবেই হারাতে চাই না কারণ আপনার মত চৌকস পুলিশ অফিসার আগে পরে আমরা আর কখনো দেখিনি সালথা থানায়।










