
ধামরাইয়ে ‘পূর্ব শত্রুতার জেরে’ কলেজ ছাত্রকে পিটিয়ে জখম
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবৈর গ্রামে হাফিজুর রহমান (১৭) নামে এক কলেজ ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার আবু তালেব ও তার ছেলে মোঃ জনির বিরুদ্ধে।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবৈর এলাকার ময়তুন ফকিরের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, কাটাবৈর এলাকাত ময়তুন ফকিরের মেলা থেকে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্র হাফিজুর এর পথ আটকায় জনি ও তার বাবা আবু তালেব। হঠাৎ অজ্ঞাত আরোও কয়েকজন এসে এলোপাথারি কিল ঘুষি এবং লাঠি দিয়ে হাফিজুরকে আঘাত করে। পরে হাফিজুরের ডাক চিৎকারে এলাকাবাসীর জড়ো হতে দেখলে জনি ও তার দলবল পালিয়ে যায়। এঘটনায় হাফিজুরের নাকের হাড় ভেঙ্গে গিয়েছে বলে অভিযোগ করে পরিবার।
ভিউ: ২৭৬










