খুলনা ৪ ও খুলনা ৬ আসনের মনোনয়ন পত্রজমা দিলেন কামরুজ্জামান জামাল
খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,
খুলনা ৪ ও খুলনা৬ থেকে আওয়ামী্ লীগের নমিনেশন পেপার জমা দিয়েছেন। এখন দেখার অপেক্ষায় এই মানুষটিকে দল কিভাবে মূল্যায়ন করেন। আশা রাখতেই পারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর,,
খুলনার সবথেকে কর্মী বান্ধব মানুষটি জনাব কামরুজ্জামান জামাল খুলনার নয়টি উপজেলা দুইটা পৌরসভা একটা সিটি কর্পোরেশন যদি কারোর নক্ষতপ্পনে থাকে সেই মানুষটার নাম জনাব কামরুজ্জামান জামাল। , যদি কোন নেতাকর্মী বা সাধারণ মানুষ বিপদে পড়ে সবচাইতে আগে যে মানুষটি এগিয়ে আসেন সেই মানুষটির নাম জনাব কামরুজ্জামান জামাল । খুলনার আওয়ামী পরিবারের বেশিরভাগ নেতাকর্মীর নাম যার মুখস্থ সেই খুলনার গর্বিত কামরুজ্জামান জামাল। যুবসমাজের আইকন যার কাছ থেকে রাজনীতি আন্দোলন সংগ্রাম প্রতিবাদ সামাজিক নম্রতা ভদ্রতা সামাজিকতা শিখেছে হাজারও নেতা কর্মি,তার নাম জনাব কামরুজ্জামান জামাল অসুস্থ রোগীর পাশে থাকা মানুষটার নাম কামরুজ্জামান জামাল ।
খুলনা জেলার মধ্যে কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে সব থেকে আগে যাকে পাওয়া যায় তার নাম কামরুজ্জামান জামাল । পুরাতন সাবেক আওয়ামী লীগের নেতা কর্মীর মৃত্যুবার্ষিকী অনেকেই মনে রাখেন না মনে রাখেন শুধুমাত্র জনাব কামরুজ্জামান জামাল । সাবেক নেতৃবৃন্দর জন্মবার্ষিকীর মধ্য দিয়ে তাদেরকে সম্মান জানান খুলনার মাটি মানুষের নেতা জনাব কামরুজ্জামান জামাল। ,
পরিশ্রমী এই নেতা করোনা মহামারী সময় নিজের জীবনের মায়া পরিবারের অসুস্থতা না ভেবে হাসপাতালে ও বাড়িতে গিয়ে নেতা কর্মীও সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা সহ খাবার জোগাড় করেছেন, প্রতিদিন এই নেতাকে দেখা গিয়েছে। আওয়ামী লীগের খুলনায় পতাকা ধরে রাখতে অনেকবার মৃত্যুর মুখোমুখি পড়তে হয়েছে, যা অনেকের ব্যাপারে হয়নি ,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি কাজি মনিরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ বছর তার নির্দেশে আমরা যারা পুরাতন ভাইয়ের কর্মী রয়েছি খুব কাছ থেকে আমরা দেখেছি কামরুজ্জামান জামাল ভাইয়ের সাহস আর আওয়ামী লীগের বলিষ্ঠ কণ্ঠে ছিল বিরোধী দলের আতঙ্ক ,
কবিতার ভাষায় আমার উচ্চারণ করতে ইচ্ছা হয় যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি। যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি কামরুজ্জামান জামাল সাবেক ছাত্রলীগ নেতা সাবেক সফল সভাপতি খুলনা জেলা যুবলীগ, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা। খুলনা জেলা প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও পৃষ্ঠপোষক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা জেলা।