
শিবসা নার্সিং হোম খুলনায় ডেঙ্গুতে মৃত্যু ১ জন
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারমপুর ইউনিয়নের ৬ ওয়ার্ডের গোন্ধামারী গ্রামের সুভাস সরকার অসুস্থ হলে ২১ সে নভেম্বর মঙ্গলবার খুলনা সিবসা নার্সিংহোম ক্লিনিকে ভর্তিহন।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু জ্বর ধরা পড়ে,সুভাস সরকারের পুত্র সুদিপ সরকার বলেন, রাত্রে খাওয়ার পর আমার বাবা ঘুমিয়ে পড়ে, আমি আমার জামাইয়ের বাড়ি চলে আসি।২২ শে নভেম্বর বুধবার সকাল ৬ টা ২০ মিনিটে হার্ট এ্যাটাক করে মারাযান,এর পর বাড়ি নিয়ে আসি, গ্রামের মহাশ্মশানে নিয়ম অনুযায়ী পৌরানিক প্রথা মেনে স্নান করিয়ে, চিতাতে শুয়িয়ে,মুখঅগ্নি করে দাফন কার্জ শেষ করা হয়। তিনি ২ পুত্র ও ৩ কন্যা সহ গুনাগ্রাহী রেখে যান।
ভিউ: ২৯৪










