
খোকসা উপজেলা একতারপুর হাট কেন্দ্রীয় মন্দিরে কাত্যায়নি পূজা অনুষ্ঠিত
হিন্দু ধর্মাবলীদের কাত্যায়নী পূজা কুষ্টিয়া জেলার খোকসা থানার জানিপুর ইউনিয়ন একতারপুর কেন্দ্রীয় মন্দির পাঙ্গনে দ্বিতীয়বারের মতন এই পূজা অনুষ্ঠিত হয়েছেএ
শরৎ যায় হেমন্ত আসে কাত্যায়নী মা সবার মাঝে আবার ফিরে আসে
একতারপুর কাত্যায়নী পূজার কেন্দ্রীয় কমিটির সভাপতি বিলাস চন্দ্র পাঠক ও সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস এতে এলাকা বাসি অনেক আনন্দিত এই পূজা করার উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ যানাই বিলাস চন্দ্র পাঠকে ও রিপন বিশ্বাস কে
১৮ নভেম্বর মহাষষ্ঠী মধ্য দিয়ে শুরু হয়েছেএ এবং ২৪ নভেম্বর দশমীর মধ্য দিয়ে বিসর্জন
ভিউ: ৪৪৭










