আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপার
Spread the love

আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপার।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন করলেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, আজ বুধবার ২২ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস, আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); ডিবি; ডিএসবি; ট্রাফিক বিভাগ ও আলমডাঙ্গা থানা পুলিশের সমন্বয় গাড়ীবহর নিয়ে ডমিনেন্স পেট্রোলিং করেন।

পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় আলমডাঙ্গা থানা এলাকায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এর পাশাপাশি পুলিশের ঘোলদাড়ী, তিতুদহ ক্যাম্প ও আলমডাঙ্গা থানা আকস্মিক পরিদর্শন করেন। নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহব্বান জানান। সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপমর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ ডিবি, ডিএসবি, ট্রাফিক বিভাগ, আলমডাঙ্গা থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31