
আলমডাঙ্গায় বিশেষ অভিযানে চোরাই মালামাল উদ্ধার সহ গ্রেফতার ৩ জন।
আলমডাঙ্গা জেহালা ইউনিয়নে জেহালা বাজারে মামুন হোসেন এর ভাংগাড়ী দোকানের সামনে থেকে চোরাই মালামালসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের প্রাপ্তির ভিত্তিতে ২২নভেম্বর ২০২৩ তারিখে ১০টা.৩০ মিনিটে সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন জেহালা গ্রামস্থ জেহালা বাজারে মোঃ মামুন হোসেন এর ভাংগাড়ী দোকানের সামনে হতে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিনপাড়া গ্রামের মৃত কাতর মন্ডলের ছেলে মোঃ আশিক(৩০),ও সুমুরদিয়া, উভয় থানা- চুয়াডাঙ্গা সদর এলাকার মৃত সোলাইমান হোসেনের ছেলে মোঃ রমজান আলী(২৭), আলমডাঙ্গা কলেজ পাড়ার শ্রী সুবেন্দ্র কুমার সাহা,ছেলে শ্রী শুভ সাহা (৩০), কে সহ
চোরাই একটি খালি বৈদ্যুতিক ট্রান্সফর্মা, যাহার ভিতরে তৈল এবং কয়েল ছাড়া, ওজন অনুমান ২০ কেজি, মূল্য অনুমান ১,৮০০/- টাকা, পুরাতন ভাতের হাড়ি ৩টি, পুরাতন তরকারী হাড়ি ছোট ৬টি, পুরাতন ভাংগা ছোট কলস ১টি, স্টীলের ছোট গামলা ১টি, স্টীলের ছোট গ্লাস ৩টি, সর্ব মোট ৬টি, আনুমানিক মূল্য ৪,৮০০/ টাকাসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।










