
ফাহাদ নিজস্ব প্রতিনিধঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ পাবনা-০১ (বেড়া-সাঁথিয়া উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন শাহবাগ থানা কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা লায়ন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব।
১৯ নভেম্বর দুপুর ১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন এবং একই দিনে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তিনি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, “পাবনা ১ আসনের অন্তর্গত বেড়া ও সাঁথিয়ার সর্বস্তরের জনগণকে এবং উক্ত আসনের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নমিনেশন দেন তাহলে নৌকার বিজয় নিশ্চিত করবো এবং পাবনা ০১ আসনের মানুষের জন্য যা যা করণীয় তাই করবো, গরীব দুঃখী আসহায় মানুষের পাশে দাঁড়াবো; যুব সমাজের উন্নয়ন ও সার্বিক বিকাশের জন্য কাজ করবো, প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন,গ্রাম, মহল্লা, রাস্তাঘাট সহ সকল উন্নয়নমূলক কাজ করবো ইন শা আল্লাহ ।” তিনি আরো বলেন, “মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নমিনেশন নাও দেন তবুও আমি এবং আমার পরিবারের সদস্য সর্বদার ন্যায় নৌকার জন্য কাজ করে যাবো এবং যাকে নৌকার মনোনয়ন দেবে তার বিজয় নিশ্চিতের জন্য কাজ করবো।” লায়ন ইঞ্জিনিয়ার হাবিব পাবনা ১ আসনের বেড়া ও সাঁথিয়া উপজেলাবাসীর কাছে দোয়া চেয়ে আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ সফল করার লক্ষ্যে পূর্বেও কাজ করেছি এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এভাবেই জননেত্রীর হাতকে শক্তিশালী করতে অবদান রাখতে চাই।বর্তমানে বিভিন্ন কুচক্রি মহল আমাদের ডেমোক্রেটিক ফ্রিডমে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আর এই ষড়যন্ত্রের পেছনে যারাই রয়েছে তাদেরকে কঠোরভাবে ডেমোক্রেটিক জবাব দেওয়া হবে। ডেমোক্রেসি বা গনতন্ত্র এই দেশের মানুষের জন্য আর এই দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই বারবার চায় কেননা বিএনপি যেখানে এই দেশের মানুষকে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে সেখানে আওয়ামী লীগ সরকার জিডিপি বৃদ্ধি,সর্বকালের সর্বোচ্চ রিজার্ভ,মডার্ন ইনস্ট্রাফাকচার,মডেল মসজিদ,স্রোতস্বিনী উত্তাল পদ্মায় পদ্মাসেতু,ব্যস্ততম মহানগরে স্বস্তির মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,চার লেনের মহাসড়ক সহ উন্নত জীবনমান নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করেছে।” মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, “শাহবাগ থানা কৃষকলীগের সভাপতি এবং সাবেক আহবায়ক,সাবেক সভাপতি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ, মুন্সিগঞ্জ, সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ,সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি”। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এর বিভিন্ন পদে আদিষ্ট যেমন “আজীবন সদস্য বৃটিশ কাউন্সিল, ঢাকা, আজীবন সদস্য পাবনা জেলা সমিতি, আজীবন সদস্য জীবনগড়ি ফাউন্ডেশন।”