মান্দায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কামরুজ্জামান
Spread the love

মান্দায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কামরুজ্জামান

 

নওগাঁ মান্দার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের বড় ছেলে তরুণ প্রাণচাঞ্চল্যে ভরপুর কামরুজ্জামান মারাত্মক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাকে বাঁচাতে হলে তার শরীরে ব্র“ণমেরু (অস্থিমজ্জা) ট্রান্সফার করতে হবে।এজন্য ভারতে চিকিৎসার খরচ হবে প্রায় ২৫,০০,০০০/= (পঁচিশ লক্ষ) টাকা, যা কামরুজ্জামানের পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই সম্ভব নয়।
জানা যায়, কামরুজ্জামান এর তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র। মৃত বাবা, মা এবং ছোট ছোট ভাই-বোন ও তার পরিবার নিয়ে তার বসবাস, সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। টাকার অভাবে কামরুজ্জামান ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।একদিকে প্রতি মাসে ৩ ব্যাগ করে এ+রক্ত সংগ্রহ করা দিন দিন কঠিন হয়ে আসছে তারওপর ২৫ লক্ষ টাকা যোগার করে ব্র“ণমেরু শরীরে স্থানান্তর করতে ভারতে যাওয়া পরিবারবর্গের পক্ষে অসম্ভব।
আমাদের একটুখানি সহায়তাই কেবল পারে কামরুজ্জামানের দ্বিতীয় জীবন উপহার দিতে। আর তাই কামরুজ্জামানের পরিবারের লোকজন এখন নিরুপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য জন্য আবেদন করছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা : হিসাব নং ০৮১১০০২০৯৮১৯৫,জনতা ব্যাংক, জোতবাজার শাখা,মান্দা,নওগাঁ। সরাসরি যোগাযোগ করতে ফোন করুন -০১৭৯২-১৬৭৯২০ নম্বরে বিকাশ ও নগদ।
এছাড়াও যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭১২-৮০৩৯৮৯।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31