খুলনার পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
খুলনার পাইকগাছা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এবিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এইআই এস এম সাদ্দাস হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে রাহাজান আলীর ছেলে আল-আমিন ইসলাম ওরফে আরিয়ান (২৫) ও একই এলাকার কামরুজ্জামানের ছেলে আরিফুজ্জামান রায়হান (২০) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। এসময়ে তাদের এক সহযোগী পালিয়ে যায়।
উল্লেখিত বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত রয়েছে। তাদের উভয়কে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।