বরুড়া বাঁশতলী থেকে নিখোঁজের একদিন পর কুমিল্লা সদর উপজেলা থেকে গলাকাটা লাশ উদ্ধার
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের বাঁশতলী গ্রামের অটোরিকশা চালক মেহেদীর নিখোঁজের একদিন পর সদর উপজেলার হাতিগাড়া পাহাড়ের কাছ পাওয়া গেলো তার ছোট্ট লাশ। খোশবাস (উঃ)ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন- গত ১৯শে নভেম্বর বেলা এগারটায় ইউনিয়নের বাঁশতলী এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী (১৩/১৪) নিজ বাড়ি থেকে জীবিকা অর্জনের আশায় অটোরিকশা নিয়ে বের যায়।প্রতিদিনের নির্ধারিত সময়ের পর মেহেদীর পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে এবং চেয়ারম্যান কে অবহিত করে। মেহেদীর নিখোঁজ মর্মে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার তার ফেইচবুকে একটি বার্তা দেয় ১৯নভেম্বর বিকালে। অনেক খোঁজখুঁজির পর সোমবার দিবাগত-রাতে সদর উপজেলার হাতিগাড়ায় গলাকাটা অবস্থায় মেহেদীর মৃত দেহ পাওয়া যায়। এদিকে মেহেদীকে হত্যার দায়ে একই ইউনিয়নের ইলাশপুর গ্রামের নজিরের ছেলে মোঃ নাজমুলকে বরুড়া থানা পুলিশ আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
সদা হাস্যজ্বল খুদে অটোরিকশা চালক মেহেদীর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী এ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে।